উত্তরঃ
প্রথমত জীবনে একজন আদর্শ মানুষ দরকার।যে জীবনে ভাল-মন্দ, হাসি-খুশি, দু ঃখ-কষ্ট সমস্ত টার সঙ্গী হবে,সকল পরিস্থিতিতে পাশে দাঁড়াবে।যার সাথে একটা জীবন চোখ বন্ধ করে কাটিয়ে দেয়া যায়,যাতে কোন সন্দেহ নেই।যার জন্য নিজের জীবন বাজী ধরব অনায়াসে,যাকে ছাড়া একটা মুহূর্ত কাটানো অসম্ভব,সেইতো প্রকৃত জীবনসঙ্গী।আর যদি সেই জীবনসঙ্গী হিসেবে কাউকে পাওয়া সম্ভব না হয়, তাহলে সে জীবন হবে দুরূহ।তবে এক্ষেত্রে নিজের জীবন অপূর্ণ থেকে যায়।অতঃপর নিজের জীবনে ভালো থাকার অপশন খুজে নিতে হবে।নিজেকে যোগ্য করে তুলতে হবে জীবন যুদ্ধের জন্য।নতুবা সে জীবন হবে ব্যর্থ।
Source : নিজের বক্তব্য।