Dark Web : ইন্টারনেট এর সবচেয়ে ভয়ংকর জায়গা। এখানে প্রায় যত খারাপ কাজ আছে সব ই করা হয়। তবে এব্যাপার এ আমার ধারণা নেই যে এখানে কি করা হয়।এই ধরনের ওয়েবসাইট এর শেষে. com না থেকে. onion থাকে।
কিভাবে এক্সেস করবেন:
Dark Web এমন একটি জায়গা যেখানে গুগল আপনাকে নিয়ে যেতে পারবে না। কারণ গুগলের এরিয়া হচ্ছে মোট ইন্টারনেট এর ৫ % যেটাকে আমরা সার্ফেস ওয়েব বলি। গুগলে ব্রাউজ করার সময় আমাদের আইপি টা হাইড থাকে না। আমরা যখন কোনো ওয়েব সাইট এ প্রবেশের চেষ্টা করি তখন আমাদের কম্পিউটার থেকে একটা রিকুয়েস্ট যায় ওয়েব সাইটের কাছে যে এই আইপি থেকে একজন সাইটে প্রবেশ করতে চাচ্ছে। রিকুয়েস্ট আ্যপ্সেক্ট করা হলে আমরা সাইট এ ঢুকতে পারি।
কিন্তু Dark Web জায়গা টা খুব ই খারাপ। এখানে অনেক হ্যকার ওত পেতে বসে থাকে। তাই আমাদের আইপি টা হাইড করতে হবে। এক্ষেত্রে আপনি TOR Browser ব্যবহার করতে পারেন । কারণ একমাত্র TOR Browser ই আপনাকে Dark Web এ এক্সেস করতে দেবে । Tor Network এ কানেক্ট করার পর আপনার আইপিটি ৩ টি দেশের লোকেশনে এ দেখাবে । অর্থাৎ আপনি যখন .onion সাইট এ প্রবেশ করতে চাইবেন তখন আপনার আইপিটি ৩ টি দেশের সার্ভার অতিক্রম করে ওই সাইট এ প্রবেশের রিকুয়েস্ট যাবে। অর্থাৎ আপনার পরিচয় গোপন থাকবে । আপনি ঢাকা থেকে ব্রাউজ করলে আপনার লোকেশন দেখাতে পারে ইন্ডিয়া ।এভাবে তিনটি আইপির লোকেশন তিনটা । মোট কথা আপনাকে Tor ব্যবহার করতে হবে । মনে রাখবেন এখানে প্রতি পদে পদে বিপদ । আপনার একটি ক্লিক এ সবকিছু শেষ হয়ে যেতে পারে । তাই বলব মোবাইল দিয়ে Dark Web এক্সেস না করতে । আর এখান থেকে কোনো কিছু ডাউনলোড করবেন না । এখান কার একট সামান্য mp3 ফাইল ই আপনার ফোনের সমস্ত ডাটা শেষ করে দিতে পারে ।
- ফারজিন হাসান