আমরা জানি যে পৃথিবীর কেন্দ্র আমাদের আকর্ষণ করে।তাহলে আকর্ষণের কেন্দ্রই হলো ওই জায়গা।তার মানে কেন্দ্রে অবস্থান করলে আকর্ষণ মিলিত বা যা আমাদের টানে তার সাথে আমার অবস্থান হবে ০ মিটার।
আর আমরা জানি যে অভিকর্ষজ ত্বরণ বস্তুর দূরত্ব এর উপর নির্ভর করে।যদি দূরত্বই ০ হয় তবে অভিকর্ষ ত্বরণ থাকবে না।আর ত্বরণ ন থাকলে আকর্ষণ ও থাকবে না।যেহেতু, W=mg(g হলো ত্বরণ)।
এই গাণিতিক হিসেবে বুঝা যায় আকর্ষণ বল শুণ্য।কারণ ফিজিক্স গণিতের বাইরে যাবে না।