আমরা জানি দুই বা ততোধিক ভেকটর যদি এমন হয় যে তারা একই রেখায় বা সমান্তরালে ক্রিয়া করে, তাদেরকে সমরেখ ভেক্টর বলে। আবার দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটির বিপ্রতীপ হলে তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। অর্থাৎ বিপ্রতীপ ভেক্টর গুলো পরস্পর সমান্তরালে ক্রিয়া করে যা সমরেখ ভেক্টর এর শর্ত পূরণ করে। এজন্য একটি বিপ্রতীপ ভেক্টর কে সমরেখ ভেক্টর বলা যেতে পারে।