সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণকারী উভয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান শূন্য হলে বন্ধন সম্পূর্ণভাবে সমযোজী প্রকৃতির হয়। ফলে গঠিত অনুটি অপোলার হয়। Cl2 অণুতে বিদ্যমান Cl-Cl বন্ধনটি সম্পূর্ণরূপে সমযোজী প্রকৃতির। এ কারণে Cl2 অণুতে কোন ধনাত্মক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় না। ফলে Cl2 অণু অপোলার হয়।