জেনেটিক রোগ হয় সাধারণত জিনের মিউটেশন এর কারণে।বেশিরভাগ জেনেটিক অসুস্থতাই দুরারোগ্য। কিন্তু কিছু পদক্ষেপ নিয়ে জেনেটিক রোগগুলো নিয়ন্ত্রণে রাখা যায়।
যেমন ধরেন আপনার দেহে একটি প্রয়োজনীয় এনজাইম নাই। ধরুন এনজাইমটি দেহের বিষাক্ত উপাদান নিঃসরণে ভূমিকা রাখতো। এখন, এই পরিস্থিতি মোকাবিলায় আপনার করণীয় হবে সেসব খাবার বা কাজ পরিত্যাগ করা যা দেহে ওই বর্জ্য পদার্থ উৎপাদন করে। আবার কৃত্রিম উপায়ে এনজাইম সংশ্লেষ করেও উপকার পাওয়া যায়। এভাবেই মূলত বেশিরভাগ জেনেটিক ডিজওর্ডার মোকাবেলা করা হয়।
- Towfiq E Elahi