সমস্যা যদি একটা শক্তির উৎস হত তবে একে খুব করে নবায়নযোগ্য বলা যেত। কারণ, আমাদের জীবনে একটা সমস্যা শেষ হতে না হতেই উৎপত্তি ঘটে যায় আরো বহু সমস্যার। এভাবে জীবন সামনে এগুতেই থাকে একেকটা সমস্যার উপরে ভর করে। কিন্তু, আমাদের জীবনে এমন কোনো সমস্যাই নেই যার কিনা সমাধান করা সম্ভব না। কোনো সমস্যাই বড় না, যদি সমাধানটা তার চেয়েও বড় হয় আর সেই বড় সমাধান বের করার ১০টি ধাপই আজকে আমরা জানব।