মোবাইল ফোন চার্জে দিয়ে হেডফোনে গান শুনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত ২৭ ডিসেম্বর বগুড়া শহরের রাকিব আহমেদ নামক এক তরুণ মারা গিয়েছেন। মারা যাওয়ার আগে রাকিব ঘরে শুয়ে মুঠোফোন চার্জে দিয়ে হেডফোনে গান শুনছিলেন। পরিবারের ভাষ্যমতে রাত সাড়ে আটটার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন এবং দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে। এমন ঘটনা আজকাল অহরহ শোনা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে মোবাইল ফোন চার্জে দিয়ে হেডফোনে গান শুনলে কি আমাদেরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনা আছে?
বেশিরভাগ মানুষ অনুমান করেন যে, মোবাইল ফোনের চার্জার ও হেডফোন ভালো অবস্থায় থাকলে মোবাইল ফোন চার্জে দেওয়ার সময় হেডফোনে গান শুনলে বা হেডফোন ব্যবহার করলে কোন ক্ষতি হয়না। মোবাইল ফোন চার্জে দিয়ে হেডফোন ব্যবহার করার সময় পানির থেকে দূরে থাকলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকেনা। রিপোর্টে বলা না থাকলেও অনুমান করা হয় যে, খারাপ চার্জার বা ফোনের সাথে মিলেনা এমন চার্জার ব্যবহার করলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
আধুনিক স্মার্টফোনগুলো এমনভাবে ডিজাইন করা যে AC ভোল্টেজ সরাসরি মোবাইল ফোন চার্জ করার জন্য যতটুকু ভোল্টেজ প্রয়োজন (সাধারণত ৫ ভোল্ট) ততটুকুতে রুপান্তরিত হয়ে যায়। চার্জার যদি অফ-ব্রান্ড বা অন্য কোন খারাপ ব্যান্ডের হয় তবে দেখা যায় মোবাইলের সাথে পাওয়া আসল চার্জার দিয়ে যতটুকু প্রয়োজনীয় ভোল্টেজ মোবাইলে সরবরাহ হয়, সেই নকল বা অন্য ব্রান্ডের চার্জার দিয়ে ততটুকু হয়না। কিছু চার্জার দিয়ে হয়তো কম ভোল্টেজ প্রবাহিত হয়, আবার কিছু চার্জার দিয়ে অনেক বেশি ভোল্টেজ প্রবাহিত হয়। এটি অনেকক্ষেত্রে বিপদজনক হতে পারে।
সাধারণত বলতে গেলে, মোবাইল ফোন চার্জে দেওয়া অবস্থায় হেডফোন ব্যবহার করলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা কম তবে শূন্য নয়। সাবধান না থাকলে এমন ঘটনা ঘটাতে পারে। খারাপ বা নষ্ট চার্জার ব্যবহার করলে ও পুরানো হেডফোন ব্যবহার করলেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আবার অনেক সময় শর্ট সার্কিটের ফলে মোবাইল চার্জে দিয়ে ব্যবহার করার সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিছু মোবাইল কম্পানির মতে মোবাইল চার্জে দিয়ে হেডফোন ব্যবহার করা নিরাপদ। তবে এর ফলে মোবাইলে তুলনামূলক ধীরগতিতে চার্জ হয়। ফোন চার্জে দেওয়া অবস্থায় হেডফোন ব্যবহার করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বেশিরভাগ মানুষের শরীর ঠান্ডা থাকে এবং কান দিয়ে রক্ত পড়তে দেখা যায়। এমন ঘটনা আজকাল অহরহ দেখা গেলেও সেটা যে মোবাইল চার্জরত অবস্থায় হেডফোন বা ইয়ারফোন কানে লাগিয়ে শোনার কারণে হয়েছে সেটাও হলফ করে বলা সম্ভব না।
তবে সতর্কতার খাতিরে মুঠোফোন চার্জে দিয়ে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার না করাই উত্তম!
লেখক: নিশাত তাসনিম (সায়েন্স বী)