খুব তাড়াতাড়ি মোবাইল চার্জিং এর জন্য কিছু জিনিস মাথায় রাখতে হবে। আর চার্জ দেবার সময় কয়েকটি পন্থা অবলম্বন করতে হবে।
প্রথমতঃ- আপনাকে চার্জিং এর সময় মোবাইল ব্যবহার করা যাবেই না। আর নেট চালু থাকা অবস্থায় ত খুব দেরিতে চার্জিং হয়।
দ্বিতীয়ত ঃ - মোবাইলে অ্যাক্টিভ সমস্ত অ্যাপস কে বন্ধ করতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যাতে কোন অ্যাপস চালু না থাকে।
তৃতীয়ত ঃ - মোবাইলের ব্রাইটনেস/উজ্জ্বলতা যথাসম্ভব কমিয়ে রাখতে হবে।
চতুর্থতঃ- খুব দরকার না হলে মোবাইলকে এয়ারপ্লেন মোডে অন রাখুন। এতে অনেকটা সময় বাঁচবে ।
পঞ্চমত ঃ - সর্বোত্তম উপায় হল মোবাইলের সুইচ অফ করে চার্জ দেওয়া।
Mijanur