না, বিদ্যুৎ না থাকা অবস্থায় মোবাইল চার্জে থাকলে কোনো ক্ষতি হবে না।
বর্তমানে মোবাইল ফোনগুলোতে লিথিয়াম আয়ন ব্যাটারী ব্যবহৃত হয় যা খুবই উন্নতমানের এবং ফোনকে যেকোনো অপ্রত্যাশিত দূর্ঘটনা থেকে রক্ষা করে।
এ ফোন গুলোতে যে চার্জ রেগুলেটর/ ক্যাপাসিটর থাকে তা চার্জার এবং ফোনের কারেন্ট ও ভোল্টেজ এর পরিমাণ নিয়ন্ত্রন করতে পারে। কারেন্ট স্বাভাবিকভাবে উভয়দিকেই চলাচল করতে পারে, তবে বিদ্যুৎ চলে যাওয়ার মুহূর্তে রেগুলেটর কারেন্টকে বিপরীত দিকে যেতে বাঁধা দেয়। তখন লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে ফোনে সংকেত যায় যে কারেন্ট প্রবাহ বন্ধ হওয়ার পথে।
এতে করে চার্জিং সার্কিট স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাবে যেমনটা আমরা ম্যানুয়ালি চার্জার আনপ্লাগ করলে হত। যখন পুনরায় বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করবে, সাধারণ নিয়মেই ফোনে পুনরায় সংকেত যাবে এবং কারেন্ট উভয়দিকে প্রবাহিত হওয়া শুরু করবে।