আপনি সম্ভবত মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপের মেরুমুখী চলন বুঝিয়েছেন।মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চলের এই অবস্থানকে মেটাকাইনেসিস বলে।
তারপর অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে এবং ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এ অবস্থায় প্রতিটি ক্রোমোজোম কে অপত্য ক্রোমোজোম বলে। অপত্য ক্রোমোজোম এর মধ্যে বিকর্ষণ শক্তি বেড়ে যায় ফলে এগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে যেতে থাকে এবং এর বিপরীত মেরুর দিকে যাত্রাকে মেরুমুখী চলন বলা হয়।