বাংলাদেশ ও আসে পাশের কিছু দেশে জেনেটিক্সের কারণে মানুষ শেমলা হয়ে থাকে। তাদের শরীরে মেলানোসাইট সেলের পরিমাণ বেশি থাকে যা মেলানিন তৈরি করে। অন্যদিকে শীত প্রধান দেশগুলোর মানুষের শরীরে মেলানোসাইট এর পরিমাণ কম থাকায় তাদের ত্বকের রঙ রোদে পুড়ে সহজে পরিবর্তন হয় না।
আমাদের শরীরে রোদে পুড়ে সহজেই ত্বকের মেলানিনের মাত্রা বৃদ্ধি পায়,,,,পোশাকের জন্য শরীরের যেই অংশগুলো ঢাকা থাকে সেখানে সরাসরি রোদ পৌঁছায় না, তাই সেখানে মেলানিন খুব একটা বৃদ্ধি পায় না। ত্বকের যে অংশগুলোতে সরাসরি রোদ পৌঁছায় সেখানে মেলানিন বৃদ্ধি পায়, ফলে সেখানকার ত্বকের রঙ গাঢ় হয়ে যায়।