সাধারণ ও দ্রুত গতিতে চলার জন্য হাইড্রা বেছে নেয় সমারসল্টিং পদ্ধতি। এর শুরুটা অনেকটা লুপিং চলনের মতোই। নিজের শরীরকে বাঁকিয়ে হাইড্রা প্রথমে মুখটাকে একেবারে ভিত্তি তলের কাছাকাছি নিয়ে আসে। তারপর কর্ষিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিকে আটকে ধরে। তবে এরপর কিন্তু আর লুপিং চলনের মতো পদতলকে মুখের কাছাকাছি সরিয়ে নিয়ে আসে না। বরং কর্ষিকার উপর ভর করে সোজা হয়ে দাঁড়ায়। তারপর আবার দেহকে বাঁকায় যাতে করে পদতল গতিপথকে স্পর্শ করে। এরপর কর্ষিকা বিযুক্ত করে আগের মত পদতলের উপর ভর করে দাঁড়ায়।