পৃথিবীর সকল দীর্ঘ সেতু-ই বাঁকা করে নির্মাণ করা হয়।
নিচে এর কারণগুলো তুলে ধরা হলো-
১. সেতু বাঁকা করে নির্মাণ করার ফলে পানি প্রবাহ/বায়ু প্রবাহ ইত্যাদি পারিপার্শ্বিক চাপের বহন ক্ষমতা বৃদ্ধি পায়।
২. পানির নিচে মাটির চাপ বহন করার ক্ষমতা সব জায়গায় সমান হয় না। ফলে সেতু একটি নির্দিষ্ট দিকে বাঁকা করে নির্মাণ করতে হয়।
৩. বাঁকা করে নির্মাণ করার ফলে অধিক ভূমিকম্প সহনশীল হয়।
৪. স্রোতের বিপরীতে অধিক চাপ নিতে পারে।
৫. অনেক সময় সেতুর দুই প্রান্ত মূল সড়কের সাথে সংযোগ করার জন্য সেতু বাঁকা করে নির্মাণ করতে হয়।
৬. সোজা রাস্তায় ড্রাইভিং করার সময় চালকের একঘেয়েমি চলে আসতে পারে বা স্টিয়ারিং ছেড়ে দিতে পারে৷ তাই মনোযোগ বৃদ্ধিতেও অনেক সময় সেতুকে বক্রাকৃতি করা হয়ে থাকে ।