একটি ইকোসিস্টেমের উৎপাদকের তুলনায় প্রাথমিক খাদক এর সংখ্যা কম থাকে, আবার প্রাথমিক খাদক এর তুলনায় সেকেন্ডারি খাদক এর সংখ্যা আরো কম থাকে। খাদ্যস্তর গুলো এভাবে একটি অপরের সাথে সম্পর্কিত থাকে। বিভিন্ন ইকোসিস্টেমে খাদ্য শৃঙ্খল এর বিন্যাস সম্পর্কিত পিরামিড আকৃতির নকশাকে ইকোলজিক্যাল পিরামিড বলা হয়।