আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম-নীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয় । উদ্ভিদের নাম International Code of Botanical Nomenclature (ICBN) কর্তৃক এবং প্রাণীর নাম International Code of Zoological Nomenclature (ICZN) কর্তৃক স্বীকৃত নিয়মানুসারে হতে হবে । প্রকৃতপক্ষে এই code পুস্তকাকারে লিখিত একটি দলিল । নামকরণ ল্যাটিন শব্দে হওয়ায় কোন জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয় ।
Reference: জীববিজ্ঞান (নবম-দশম শ্রেণী)