সালোক সংশ্লেষণ দুটি পর্যায়ে সম্পন্ন হয়।
১. আলোক পর্যায় ও ২ আলোক নিরপেক্ষ পর্যায়
এর মধ্যে আলোক পর্যায়ের আবার দুইটি ধাপ রয়েছে। প্রথমটি ফটোলাইসিস এবং দ্বিতীয়টি হলো ফটোফসফোরাইলেশন।
ফটোলাইসিস ধাপে উদ্ভিদের পাতায় থাকা পানি ভেঙে গিয়ে বিজারিত নিকোটিনামাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট(NADPH2) উৎপন্ন হয়।