যে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় PSI ক্লোরােফিল অণু (P700) হতে উৎক্ষিপ্ত উচ্চশক্তিসম্পন্ন ইলেকট্রন বিভিন্ন ইলেক্ট্রন বাহকের মাধ্যমে পুনরায় ঐ ক্লোরােফিল অণুতে শক্তিহীন অবস্থায় ফিরে আসে এবং বাহকগুলির মাধ্যমে ফিরে আসার সময় প্রতিবার ২টি ATP অনু তৈরী করে এবং প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে তাই তাকে চক্ৰীয় ফটোফসফোরাইলেশন বলে।