না
ব্যাথা অনুভবের জন্য মস্তিষ্ক লাগে। উদ্ভিদের মস্তিষ্ক নাই। ব্যাথার অনুভূতি মস্তিষ্কে প্রবাহিত হবার জন্য স্নায়ুপথ (নসিসেপ্টর) লাগে। উদ্ভিদের নসিসেপ্টর (Nociceptor) নাই। বিজ্ঞানীরা বলেছেন, কিছু উদ্ভিদকে কাটলে তারা চিৎকার (Screaming) করে। এটা প্রমাণিত হয়েছে, তাদের দ্বারা সৃষ্ট হাই ফ্রিকুয়েন্সি দেখে। শুধু কাটলেই নয় বরং পানির অভাব হলেও এমন করে (কতিপয় উদ্ভিদ)। উদ্ভিদ যেহেতু জীবন্ত সত্ত্বা তাই কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছেই। যেমন: পানি, রাসায়নিক পদার্থ, আলো, গ্রাভিটির প্রতি তাদের রিসপন্স দেখা যায় (আলোর দিকে বেশিরভাগ উদ্ভিদ ডালপালা ছড়ায়, পানি ও খাবারের উৎসের দিকে শিকড় ছড়ায়)।
লেখক: ডা. রাজীব হোসাইন সরকার