সোনালি অনুপাত(Golden Ratio)-কে ϕϕ বা 'ফাই'(phi) দ্বারা প্রকাশ হয়।এই সোনালী অনুপাতের মান দেড় থেকে সামান্য বেশি অর্থাৎ এর মান ১.৬১৮০৩৩৯৮৯...।এটি একটি অমূলদ সংখ্যা।মানে দশমিকের পর সংখ্যাগুলো কখনো শেষ হয় না,কোন পুনরাবৃত্তি ছাড়াই।পাই(ππ) এর মানের মত।একে স্বর্গীয় অনুপাতও(Divine Ratio) বলা হয়।