রাকুন কি সত্যিই পানিতে ধুয়ে খবার খায় কেন?
একটি কথা রয়েছে যে রাকুন পানিতে ধুয়ে খাবার খায়।
না! এমন কিছুই না। আসলে রাকুনের হাতের গ্রীপ খুবই কম, পাশাপাশি তাদের বুড়ো আঙ্গুল ও ছোট হওয়ায় এরা হাতের খাবার বা যেকোনো জিনিশকে দু হাতে নিয়ে ঘুরাতে থাকে যাতে তাদের হাত পিছলে খাবার পড়ে না যায়। তাছাড়া এরা পানিতে খেলতে পছন্দ করে বলে সবসময় পানির কাছেধারেই থাকে,তাই পানির মধ্যে ও খাবার নিয়ে এমন করতে থাকে। এই যে হাতের জিনিশ কে দু হাতে ঘোরানো এবং সবসময় পানির কাছে থাকার কারণে প্রচলিত হয়ে গিয়েছে যে এরা খাবার ধুয়ে খায়।