Nishat Tasnim
Obsessive Compulsive Disorder এটি একটি ভয়ংকর মানসিক রোগ। অনেকে বুঝতেই পারেন না যে তার রোগটি হয়েছে।
কোনো চিন্তা, দৃশ্যাবলী ও তাড়না যা আপনার জন্য প্রয়োজন নয়। আপনি জানেন এতে আপনার কোনো লাভ নেই তবুও আপনি ভাবতে থাকেন, এটা হলো Obsessive। আপনি এমন সব আচরন করেন বা আপনার এমন সব অভ্যাস যা অভসেসন থেকে মুক্তি পেতে আপনার বাধ্য হয়ে করতে হয়, এটাই Compulsive।
সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অভসেসন থেকে মুক্তি পেতে বাধ্য হয়ে কম্পালসিভে পা রাখে। OCD অনেক রকম হতে পারে, যেমন: আপনি মনে করছেন আপনার হাতে ময়লা আছে (obsessive) আপনি হাত ধুয়ে আসলেন (compulsive)।
আপনি মনে করছেন আপনার প্রিয়জন অন্য কারো সাথে গোপনে সম্পর্ক রাখছে (obsessive) আপনি তাকে অনুসরণ করছেন বা তার গোপনপত্র ও ডায়েরি দেখছেন (compulsive)।
কোনো কিছু নিয়ে অস্থির হওয়া, সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করা ইত্যাদি হলো OCD এর প্রথম ধাপ। সন্দেহ করা, কোনো কাজে দখল খাটানো, কুসংস্কারে বেশি আকর্ষণ ইত্যাদি OCD এর দ্বিতীয় ধাপ।
OCD এর তৃতীয় ধাপে খুব কম মানুষেরা ভুগে। কারো হাঁচির শব্দ শুনলে তৃতীয় ধাপ বেড়ে যায়। কোনো দূষণ সহ্য করতে না পারা তৃতীয় ধাপের প্রধান লক্ষণ। প্রায় 50% মানুষ এ রোগে ভোগে এবং 0.0001% মানুষ OCD এর তৃতীয় ধাপে ভোগে।