আত্মঘাতি অঙ্গাণু হচ্ছে লাইসোজোম।
সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোজোম বলে।
লাইসোজোম ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেঁটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে দেয়। এ কাজকে বলে স্ব-গ্রাসী বা অটোফ্যাগী।
এভাবে সমস্ত কোষটিও পরিপাক হয়ে যেতে পারে। একে বলা হয় অটোলাইসিস।
জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী অঙ্গাণু বলে।