রাইবােসােম সর্বজনীন অঙ্গাণু বলা হয়। কারণ রাইবােসােম প্রােক্যারিওটিক এবং ইউক্যারিওটিক উভয় প্রকার কোষে পাওয়া যায়। যেসব কোষে ।
প্রােটিন সংশ্লেষণ ঘটে সে সব কোষে রাইবােসােম পাওয়া যায়।
রাইবােসােম প্রােক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে ছড়ানাে থাকে।
ইউক্যারিওটিক কোষে এণ্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়ার মেমব্রেন ও প্লাজমা মেমব্রেনের গায়ে যুক্ত থাকে এবং সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ভাবে ছড়ানাে থাকে। এ ছাড়া নিউক্লিয়াস, প্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়ার মাতৃকায় যুক্ত অবস্থায় থাকে।