কোন চার্জিত বা আধানযুক্ত কণা(যেমনঃ ইলেকট্রন) যখন আলোর গতিতে তরঙ্গাকারে চলে তখন এটি শক্তিতে(E=mC^2)রুপান্তরিত হয়। কোয়ান্টাম সব্দের অর্থ 'শক্তি প্যাকেট' বা 'একক পরিমান শক্তি' বিজ্ঞানী ম্যাক্স প্লাংকের মতে কোন উত্তপ্ত বস্তু হতে ( বা কোন চার্জিত বা আধানযুক্ত কণা্র আলোর গতিতে তরঙ্গাকারে চলার জন্য)বিকিরিত শক্তি নিরবিচ্ছিন্ন(continuous) নয় , বরং উক্ত শক্তি কোয়ান্টামের তথা একক পরিমান শক্তির সরল গুনিতক। কোয়ান্টাম(একক পরিমান শক্তি) ,E = hν [h=প্ল্যাংকের ধ্রুবক,ν= প্রতি সেকেন্ডে উৎপন্ন তরঙ্গ সংখ্যা ]
মোট শক্তি,E(T)=nhν=n(কোয়ান্টাম) [n=1,2,3,…..ইত্যাদি পূর্ণ সংখ্যা ]
সুতরাং বলা যায় যে শক্তি কোয়ান্টামের সরল গুনিতক তথা শক্তি 'কোয়ান্টামকৃত' /Energy is 'Quantized'
পরিশেষে বলা যায় কোন চার্জিত বা আধানযুক্ত কণার শক্তিকে কোয়ান্টামের মাধ্যমে প্রকাশই হলো আধানের কোয়ান্টায়ন।
Humayun