এক মোল অর্থ 6.023 × 10^23 টি অনু, পরমাণু অথবা আধান। এখন এটা কেন হয় সেটা বুঝতে হলে Amu একক সম্পর্কে ধারণা প্রয়োজন।
এক Amu মানে হলো কার্বন--12 আইসোটোপের 1/12 এর সমান ভর। এদিকে আমরা Amu সমান গ্রাম এককে প্রকাশ করলে 6.023 × 10^23 Amu পাই।
1 gm = 6.023 × 10^23 Amu
মূলত এজন্যই এক মোল ( কার্বন - ১/১২) 6.023 × 10^23 বলা হয়।