বাদুর ১৩০ প্রজাতির ভিন্ন ভিন্ন ভাইরাস বহন করলেও নিজে কখনো তা দ্বারা আক্রান্ত হয়না কেন? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

0 টি ভোট
229 বার দেখা হয়েছে
"চিন্তা ও দক্ষতা" বিভাগে করেছেন (6,150 পয়েন্ট)

2 উত্তর

+1 টি ভোট
করেছেন (1,010 পয়েন্ট)

বাদুর ১৩০ প্রজাতির ভিন্ন ভিন্ন ভাইরাস বহন করে, তবুও নিজে কখনো তা দ্বারা আক্রান্ত হয় না কারণ:

১. জিনগত অভিযোজন: বাদুরের জিনগত গঠন তাদের ভাইরাসের প্রতি প্রতিরোধী করে তোলে। তাদের জিনোমে এমন কিছু জিন থাকে যা ভাইরাসের প্রবেশকে বাধা দেয়, ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং ভাইরাসের ক্ষতির বিরুদ্ধে কোষগুলিকে রক্ষা করে।

২. শারীরিক বৈশিষ্ট্য: বাদুরের শরীরের উচ্চ তাপমাত্রা অনেক ভাইরাসের বৃদ্ধি ও বংশবৃদ্ধিকে বাধা দেয়। তাদের শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থও থাকে যা ভাইরাসকে ধ্বংস করতে পারে।

৩. জীবনধারা: বাদুর দলবদ্ধভাবে বাস করে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যখন কোন বাদুর ভাইরাসে আক্রান্ত হয়, তখন দলের অন্যান্য বাদুরের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

৪. বিকাশের ধারা: বাদুর দীর্ঘ সময় ধরে ভাইরাসের সংস্পর্শে এসেছে, যার ফলে তাদের শরীরে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে।

৫. ভাইরাসের প্রকারভেদ: বাদুর যেসব ভাইরাস বহন করে, তার বেশিরভাগই তাদের জন্য ক্ষতিকর নয়।

৬. গবেষণার অভাব: বাদুরের ভাইরাস প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞান এখনও অসম্পূর্ণ। আরও গবেষণার মাধ্যমে আমরা বাদুরের ভাইরাস প্রতিরোধ ক্ষমতার রহস্য সম্পর্কে আরও জানতে পারব।

উল্লেখ্য যে, বাদুর সকল ভাইরাসের প্রতি প্রতিরোধী নয়। কিছু ভাইরাস, যেমন নিপা ভাইরাস, বাদুরের জন্যও ক্ষতিকর হতে পারে।

0 টি ভোট
করেছেন (6,150 পয়েন্ট)
Md. Ramim Ruhul Ullah-

একমাত্র এন্টার্কটিকা মহাদেশ ব্যাতিত পৃথিবীর সকল মহাদেশেই বাদুরের উপস্থিতি আছে। এদের সংখ্যা অনেক বেশি হওয়ায় ও দলবদ্ধভাবে গুহা বা গাছে অবস্থান করার কারনে খুব সহজেই এক বাদুর অন্য বাদুরের সংস্পর্শে আসে ও নিজেদের মধ্যে থাকা ভাইরাসগুলো বিনিময় করে। পাশাপাশি এদের শরীরের তুলনায় এদের আয়ুষ্কাল অনেক বেশি হয়ে থাকে (প্রায় ৩০ বছর)।  সুতরাং বলা বাহুল্য যে বাদুররা তাদের শরীরে থাকা জীবাণু গুলো ছড়িয়ে দেয়ার জন্য পর্যাপ্ত সময় পায়। বাদুর প্রায় ১৩০ প্রজাতির ভিন্ন ভিন্ন ভাইরাস বহন করতে পারে এবং যেহেতু বাদুরই একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা উড়তে পারে, সেহেতু জীবাণু ছড়িয়ে দেয়ার সম্ভাবনাও অন্য প্রাণীদের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি।

বিষ্ময়কর হলেও সত্য যে কো[ভি]ড-১৯ র মতো মারাত্মক ভাইরাসের প্রথম বাহক বাদুর। চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের  'Horseshoe' প্রজাতির বাদুরের শরীরে থাকা ক[রোনা ভাইরাস ও মানুষের মধ্যে মহামারী আকার ধারন করা ক[রোনা ভাইরাসের জিনেটিক সিকোয়েন্সে ৯৬% মিল রয়েছে। ধারনা করা হয় যে, এই সকল ভাইরাস বিভিন্ন প্রাণীদের মাধ্যমে বাহিত হয়ে মানুষের শরীরে প্রবেশ করে। যেমনঃ আখের রস সংগ্রহ করার সময় কোনোভাবে বাদুরের সংস্পর্শে এলে তা জীবাণুযুক্ত হয়ে পরে এবং পরবর্তীতে মানুষের শরীরে বাহিত হয়। বাংলাদেশে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব খেজুরের রসের সাথে মিশ্রিত বাদুরের লালা বা প্রস্রাবের কারনে ছড়িয়ে বলেও ধারনা করা হয়।

এতোকিছুর পরে সবার আগে যে প্রশ্নটা মাথা চাড়া দিয়ে ওঠে যে, এতগুলো জীবাণুর বাহক হওয়া সত্ত্বেও বাদুর নিজে কেন কোনো প্রকার রোগে আক্রান্ত হয়না!!

এই প্রশ্নের সম্ভাব্য উত্তর হচ্ছে বাদুরের উড়তে পারায়, বাদুর উড়ার সময় এর শরীরের তাপমাত্রা ১০০- ১০৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পৌঁছে যায় এবং হৃৎস্পন্দন প্রতি মিনিটে প্রায় ১০০০ বিট পর্যন্ত অতিক্রম করতে পারে। যা অনেক স্তন্যপায়ী প্রাণীর জন্য জীবনঘাতী পর্যারের জ্বর। এই পরিমাণ তাপমাত্রায় শরীরে থাকা জীবাণুগুলো অনেকাংশে নিষ্ক্রিয় হয়ে পরে। পাশাপাশি ধারনা করা হয় যে, বাদুর এমন জীবাণুর সংস্পর্শে থেকে এভাবে বিবর্তিত হয়েছে। ফলে বাদুর ভাইরাসের বাহক হওয়া সত্ত্বেও জীবাণু দ্বারা আক্রান্ত হয়না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 218 বার দেখা হয়েছে

10,776 টি প্রশ্ন

18,477 টি উত্তর

4,744 টি মন্তব্য

279,146 জন সদস্য

58 জন অনলাইনে রয়েছে
2 জন সদস্য এবং 56 জন গেস্ট অনলাইনে
  1. GrohanuMax

    700 পয়েন্ট

  2. Md Sumon Islam

    120 পয়েন্ট

  3. H.I Srijon

    110 পয়েন্ট

  4. saleh

    110 পয়েন্ট

  5. findcattle14

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান পৃথিবী রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত বৈজ্ঞানিক মহাকাশ পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে কেন ডিম চাঁদ বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং শক্তি উপকারিতা লাল আগুন সাপ মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মশা শব্দ মাছ ঠাণ্ডা মস্তিষ্ক ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা কি বিস্তারিত রঙ মন পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি দাঁত বাংলাদেশ কান্না আম হরমোন
...