অবশ্যই অবশ্যই ইউটিউবে এ ডাটা বেশি খরচ হয়। কারন ইউটিউব এ যেই ভিডিও গুলো শেয়ার করা হয় ঐগুলো সব অরজিনাল ভিডিও। তাই ইউটিউব এর ভিডিও গুলো সাধারণত হাই ডেনসিটির(HD) হয়ে থাকে।
কিন্তু ফেসবুক এ যেই ভিডিও গুলো পাবলিস করা হয় ঐগুলোর বেশির ভাগ ইউটিউব থেকে শেয়ার করা হয় ফলে অনেকাংশে ডাটার মান কমে যায়।
বিশেষত ফেসবুক এ যেই ভিডিও গুলো শেয়ার করা হয় ঐগুলো 3gp ভিডিও।
কিন্তু ইউটিউব এর সব ভিডিওগুলোই mp4 বা তার চেয়ে উপরের লেভেলের হয়ে থাকে।
তাই ইউটিউব এ বেশি ডাটা খরচ হয়।
- আবদুল আজীজ