কোয়ারেন্টাইন- আপাতদৃষ্টিতে সুস্থ মনে হলেও সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন এমন ব্যক্তিকে জনসমাগম থেকে আলাদা রেখে চিকিৎসকের নজরদারিতে রাখার নাম হলো কোয়ারেন্টাইন। এখানে একজন রোগী কত সময় থাকবে তা নির্ভর করে সংক্রামক রোগ জীবাণুর ছড়িয়ে পড়ার সময়কালের ওপর। যেমন- ইবোলা রোগের সময় কোয়ারেন্টাইনের সময়কাল ছিল ২১ দিন। করোনার ক্ষেত্রে এটি ৭-১৪ দিন।
আইসোলেশন- সংক্রামক রোগে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা করে রাখার যে প্রক্রিয়া তা হলো আইসোলেশন। সংক্রমণ রোধে অসুস্থ রোগীদেরকে আইসোলেশনে রাখা হয়।