অনিশ্চয়তা নীতি (বিশেষ ভাবে পরিচিত : হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বা হাইজেনবার্গের অনির্দিষ্টতা নীতি) , কোয়ান্টাম বলবিদ্যার অন্তর্গত একটি সমীকরণ,যা পারমাণবিক ও অবপারমানবিক জগতের একটি মৌলিক সীমা উল্লেখ করে যা একটি কণার প্রকৃত অবস্থান (x) এবং ভরবেগ (p) এর একটি সীমা প্রকাশ করে।
©️ Wikipedia