ভ্যাক্সিনেশন কয়েকটি নীতির উপর প্রতিষ্ঠিত:
১। মৃত বা নির্জীব জীবাণু কিংবা তাদের উপজাত থেকে ভ্যাক্সিন তৈরি করা হয়।
২। জীবাণু ভ্যাক্সিন হিসেবে শরীরে প্রবেশ করানো হলে এটি বংশবৃদ্ধি করতে পারে কিন্তু রোগ সৃষ্টি করতে পারে না।
৩। ভ্যাক্সিন প্রয়োগে দেহ যে অনাক্রম্যতা লাভ করে তা সারাজীবন স্থায়ী হয় না। তবে বুস্টার ডোজ প্রয়োগ করে এর বাড়িয়ে নেয়া যায়।
৪। ভ্যাক্সিন প্রয়োগের পথের উপর অনেক সময় অনাক্রম্যতার স্থায়িত্ব নির্ভর করে।
৫। দেহে অনাক্রম্যতা জাগাতে যে সময় লাগে তা জীবাণুর ইনকিউবেশন পিরিয়ডের তুলনায় অনেক বেশি। তাই জীবাণুর সংক্রমণের পর ভ্যাক্সিন প্রয়োগে লাভ হয় না। ব্যতিক্রম- জলাতঙ্ক রোগ। কারণ এক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড বেশি দীর্ঘ।