অনিশ্চয়তা নীতি কোয়ান্টাম পর্যায়ের বিষয়। ক্লাসিক্যাল ফিজিক্সের অনেক সূত্রই কোয়ান্টাম ফিজিক্সে কাজ করে না। তাই কোনো উদাহরণ দিতে পারছি না, কিন্তু বিষয়টাকে একদম সোজা ভাবে ব্যাখ্যা দিচ্ছি।
অনিশ্চিয়তা নীতি অনুযায়ী কোনো বস্তুর সঠিক অবস্থান এবং ভরবেগ একই সময়ে নির্ণয় সম্ভব নয়। আপনি একই সময়ে কোনো বস্তুর ভরবেগ বের কররে সঠিক অবস্থান পাবেন না; আবার সঠিক অবস্থান পেলে ভরবেগ বের করতে পারবেননা।
বিষয়টা কেমন বোঝ যাক। ধরুন কোনো একটা কণা যেমন ইলেকট্রন একটা নির্দিষ্ট গতিতে ছুটছে বা গতিশীল আছে। তাহলে এর বেগ আছে। তাহলে চাইলেই ভরবেগ বের করতে পারবেন। কিন্তু কণাটাতো এক জায়গায় স্থির নেই; সেই কণাটার অবস্থান বারবার বদলাচ্ছে। তারমানে এর ভরবেগ জানলেও সঠিক অবস্থান বের করতে পারলেন না।
আবার সেই কণাটা যদি এক জায়গায় স্থির হয়ে থাকে, তখন সেটার সঠিক অবস্থান কিন্তু আপনি বের করতে পারবেন। কিন্তু কণাটাতো স্থির; এর কোনো গতি বা বেগই নাই। যেহেতু বেগই নেই, তাহলে ভরবেগ পাবেন কীভাবে?
অর্থাৎ ভরবেগ পেলে অবস্থান পাওয়া যাচ্ছে না, আবার অবস্থান জানা থাকলে ভরবেগ জানা যাচ্ছে না। এটাই অনিশ্চয়তা।
আমি যতদূর জানি ব্যাখ্যা করলাম।