ডার্ক এনার্জি একটি ধারণা বা কল্পনা মাত্র। এ সম্পর্কে জানা তথ্যের চেয়ে অজানা তথ্যই বেশি। ডার্ক এনার্জি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন আইনস্টাইন। তিনি ভাবতেন আমাদের মহাকাশের ফাঁকা স্থানগুলো আদৌও ফাঁকা না। ফাঁকা স্থানগুলো জুড়ে রয়েছে ডার্ক এনার্জি। আবার যখন বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করলেন মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে এবং এই সম্প্রসারণ হওয়ার বেগ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তখন তারা এই ব্যাপারটাকে ব্যাখ্যা করলেন যে আমাদের মহাবিশ্বের অধিকাংশই ডার্ক এনার্জি। যার ফলে সম্প্রসারণ বেগ বৃদ্ধি পাচ্ছে। পরবর্তীতে আমাদের ছায়াপথের ভর নির্ণয়ের সময় দেখা গেল মহাকর্ষ প্রভাবের ফলে প্রতিটি তারার আবর্তন পথের ওপর ভিত্তি করে যে প্রকৃত ভর নির্ণয় করা হয় তা আলাদা আলাদা ভাবে প্রতিটি তারা ও গ্যাসপিন্ডের মোট ভরের চেয়ে বেশি। তখন তারা কল্পনা করলেন ডার্ক এনার্জির অস্তিত্ব। তবে ডার্ক এনার্জি শুধুমাত্র কল্পনা হওয়ায় এ সম্পর্কে ধোঁয়াশাই বেশি।