পানি সূর্যালোকের সব রং শোষণ করে ফেলে, তাই পানি বর্ণহীন। বিস্তারিত জেনে নিই তাহলে :
সূর্যের সাদা আলো সাতটি বর্ণে বিভক্ত-বেনীআসহকলা!! যখন কোনো বস্তুতে সূর্যের এই সাদা আলো পতিত হয় তখন সেই বস্তু এই সাদা আলোর বর্ণ গুলো শোষণ করে নেয়। আর যেই রংটি শোষণ করতে পারেনা সেই রংটি বস্তুর গায়ে প্রতিফলিত হয়। এবং সেই প্রতিফলিত রংটিই বস্তুর রং বলে বিবেচিত হয়।
কিন্তু পানির ক্ষেত্রে হয় কী!! পানি সাদা আলোর সব রং শোষণ করে ফেলে যার কারণে কোনো রং প্রতিফলিত হয়না। এইজন্যই পানি হয় বর্ণহীন।
কিন্তু একটা ব্যাপার আছে!! অনেক সময় দেখা যায় সমুদ্রের পানি নীল। তা কেন হয়,যদি পানি সব রং শোষণ করে ফেলে? আসলে নীল রংটি পুরোপুরি শোষিত হয়না। কিন্তু অল্প পানি মধ্যে এটি ফুঁটে উঠেনা। যেহেতু সমুদ্রে পানির পরিমাণ অনেক থাকে, তাই এই রংটি ফুঁটে উঠে। সমুদ্রের পানি যদি হাতের মধ্যে নিয়ে দেখেন তাহলে আবার দেখবেন সেই একই পানি বর্ণহীন।তার মানে পরিমাণ অনেক বেশী হওয়ায় নীল রংটি মোটামুটি সমুদ্রে ফুঁটে উঠে।
আবার দেখা যায় পুকুরের পানি বা খালের পানি সবুজ কিংবা কালো! তখন এই বর্ণ ধারণ করে শ্যাওলা এবং পানির নিচের কিছু গাছ,ময়লার কারণে।