মুরগির চার পা হওয়াকে বলে Polymelia। এটি একধরনের জিনগত ত্রুটি এবং জন্মগত বিকলাঙ্গতা। জন্মগত এই অস্বাভাবিকতার নির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ধারণা করা হয় ক্রোমোজোম, ট্রান্সজিন বা পরিবেশগত প্রভাবক (ইনফেকশন, নিষেক পদ্ধতি, টক্সিন) এর জন্য এমন হতে পারে। Polymelia মুরগির পাশাপাশি মানুষ, গবাদি পশু, বিড়াল, কুকুর, ব্যাঙ ইত্যাদির প্রাণীর মাঝেও দেখা যায়। পাখিদের মাঝে এমন ঘটনা বিরল। মুরগির মাঝে পলিমেলিয়া পৃথিবীর নানা প্রান্তে দেখা গিয়েছে, এমনকি বাংলাদেশেও। চার পা এর পাশাপাশি দেখা যায় মুরগির মলদ্বারও দুটি।