Nishat Tasnim-
মুরগির ডিমের স্বাভাবিক ওজন রয়েছে। বিভিন্ন কারনে মুরগি অনেক সময় স্বাভাবিক আকৃতির চেয়ে ছোট আকৃতির ডিম পাড়ে।
কারণঃ মুরগির দৈহিক ওজন খুব কম থাকা অবস্থায় অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই যদি যৌন পরিপক্কতা আসে তাহলে ডিমের ওজন ও আকার ছোট হয়। আবার পুষ্টিহীনতা, পরিবেশের তাপমাত্রা বেশি হলে, পানির অভাব এবং ইনফেকসাস ব্রংকাইটিস এর সংক্রমণ ঘটলে মুরগির দৈহিক ওজন স্বাভাবিক থাকা অবস্থায়ও ডিমের ওজন ছোট হতে পারে।
প্রতিকারঃ এ ক্ষেত্রে মুরগির ঘরে আলোক কর্মসূচী সমন্বয়/ নিয়ন্ত্রণ করতে হবে। বয়স অনুযায়ী সঠিক পরিমানে সুষম খাদ্য সরবরাহ করতে হবে।
গোলাকার, ক্যালসিয়াম সঞ্চিত ডিমঃ
ডিমের স্বাভাবিক আকৃতি হলো একদিকে সরু এবং অপরদিকে মোটা। মুরগির ডিমের খোসার উপরিভাগ সামান্য খসখসে এবং হাঁসের ডিমের খোসার উপরিভাগ পিচ্ছিল। তবে কোন কোন সময় মুরগি গোলাকার, ক্যালসিয়াম সঞ্চিত ফুসকুড়ি যুক্ত ডিম পাড়ে।
কারণঃ ইউটেরাসে Shell secreting gland এর ইরিটেশন এবং খাদ্যে ক্যালসিয়ামের পরিমান বেশি হলে মুরগি এ ধরনের ডিম পাড়ে ।
প্রতিকারঃ যথাযথ খামার ব্যবস্থাপনা এবং সুষম খাদ্য সরবরাহ করার মাধ্যমে মুরগির এ ধরনের ডিম পাড়া প্রতিরোধ করা যায়।
©সংগ্রহীত