বানরের পা কয়টি এটা নিয়ে অনেক মতবাদ আছে।
বানর তার নিচের ২ টা পা কিংবা হাত ( দুটোই বলা যায় ) দিয়ে মাটিতে চলা-ফেরা করে। তাই এ দুটোকে 'পা' বলা চলে।
আর বাকি ২টা পা কিংবা হাত দিয়ে তার যাবতীয় কাজকর্ম করে। তাই এ দুটোকে 'হাত' বলা যায় ।
আবার বানর যখন গাছে উঠে তখন সে তার ৪টিই পা কিংবা হাত ব্যবহার করে।
তাই প্রকৃত পক্ষে বানরের হাত কিংবা পা নির্দিষ্ট করে বলা যায় না।
তবে বানরের হাত কিংবা পা যেটাই বলি না কেন তার উত্তর হবে ৪টি। অর্থাৎ বানরের ৪ টিই হাত কিংবা ৪ টিই পা।