জীবের নামকরণের আন্তর্জাতিক প্রথা অনুসারে প্রথমে গণের নাম এবং পরে প্রজাতির পদ ব্যবহার করে দুই শব্দের সমন্বয়ে জীবদের যে নামকরণ করা হয়, তাকে দ্বিপদ নামকরণ বলে। এক্ষেত্রে শব্দদ্বয় (গণ ও প্রজাতি) অবশ্যই ল্যাটিন হতে হবে। ১৭৫৮ সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারােলাস লিনিয়াস প্রাণীর দ্বিপদ নামকরণের নীতি প্রবর্তন করেন। এ জন্য তাকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। যেমন : Homo sapiens (মানুষ), Periplaneta americana (আরশােলা)। এখানে Homo গণ অংশ বা গণ নাম এবং sapiens প্রজাতিক অংশ বা প্রজাতিক পদ। Periplaneta গণ নাম এবং americana প্রজাতিক পদ।