★একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত হয়। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম।যেমন:গোল আলুর বৈজ্ঞানিক নাম Solanum tuberosum।এখানে Solanum গণ নাম এবং tuberosum প্রজাতির নাম বুঝায়,এরূপ দুটি পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ (binomial nomenclature)পদ্ধতি বলে।দ্বিপদ নামকরণ পদ্ধতির লক্ষ্য একটাই,তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানা।
বি:দ্র: বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে।আর হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে।
এখানে, উত্তর দেওয়ার সময় আমি আলাদা আলাদা দাগ দিতে পারিনি।