হ্যাঁ, অন্যান্য প্রাণীদেরও আবেগ অনুভুতি আছে, তবে তা মানুষের মতো নয়। অন্যান্য পশুরাও একে অপরের উপর রাগ দেখাতে পারে, রাগ থেকে আক্রমনও করে। তারা আনন্দ বা সুখ অনুভব করতে পারে। যেসব প্রাণী পোষ মানে তাদেরকে ভালো করে খেয়াল করলে দেখবেন, যাদেরকে তারা পছন্দ করে তাদের সাথে তারা থাকতে পছন্দ করে। তবে পশুরা মানুষের মতো হাসতে পারে কি না তা নিশ্চিত না। কিন্তু শিম্পাঞ্জি, বানর- এর মানুষের মতো আনন্দে হাসতেও পারে।
সবশেষে বলা যায়, সব প্রাণীরই অনুভুতি আছে, তবে তা মানুষের মতো অতটা জটিল নয়।