ডার্ক এনার্জি, ইটারনাল ইনফ্লেশন বা মহাবিশ্বের সম্প্রসারণ তত্ত্ব কিংবা স্ট্রিং থিওরি অনুযায়ী মাল্টিভার্স বা প্যারালাল ইউনিভার্স বা অন্য মহাবিশ্ব আছে।
ইটারনাল ইনফ্লেশন মতে, প্রাথমিক অবস্থায় মহাজগতের সকল স্থান অত্যন্ত সংকুচিত এবং শক্তি দ্বারা ভর্তি ছিল। এই উচ্চ শক্তির কারণে এই স্থান প্রসারিত হতে শুরু করে। ফলে এর ভিতরে থাকা ডিসচার্জ না হওয়া শক্তি ডিসচার্জ হবে। আর শক্তি ডিসচার্জ হয়ে পার্টিক্যাল বা কণা বা পদার্থ পরিণত হবে। আর এই পদার্থগুলোর সমষ্টিই মহাবিশ্ব। এখন এই স্থান যত প্রসারিত হবে তত শক্তি ডিসচার্জ হবে এবং তত মহাবিশ্ব সৃষ্টি হবে। ফলে এই তত্ত্বের মাধ্যমে একাধিক মহাবিশ্বের কথা প্রমাণিত হয়।
তবে এসব ধারণা এখনো তত্ত্বের মতোই আছে, কেউ এখনো মাল্টিভার্স বা একাধিক মহাবিশ্ব অবসার্ভ করতে পারে নি; হয়তো পারবেও না, কারণ মহাবিশ ক্রমশ প্রসারিত হওয়ার কারণে অন্যান্য মহাবিশ্ব থাকলেও তাদের মধ্যকার স্থান বৃদ্ধি পাচ্ছে। ফলে কেউ এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যেতে পারবে না।