Nishat Tasnim -
অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা যেভাবে ঘুমায় মাছেরা ঠিক সেইভাবে ঘুমায় না। মাছ ঠিক যে কাজটা করে সেটা অনেকটা বিশ্রাম নেওয়ার মত। গবেষণা বলছে বিশ্রামের সময় মাছ সম্ভবত তাদের বাহ্যিক কার্যক্রম ও মেটাবলিজম (বিপাক) কমিয়ে দেয়। কিছু মাছ নির্দিষ্ট যায়গায় ভেসে থাকে, কিছু আবার একসাথে নিরাপদ যায়গায় জড়ো হয়, মাটিতে অথবা কোরালে। কিছু কিছু মাছ নিজস্ব বাসস্থানের মত থাকার যায়গা নির্ধারণ করে নেয়। মাছের এই বিশ্রামকালীন সময়কে "সাসপেন্ডেড এনিমেশন" (Suspended animation) বলা হয়।
সম্ভবত এই বিশ্রাম প্রক্রিয়ায় মাছের শরীর ঠিক সেই বলবৃদ্ধিকারক কার্য়ক্রমগুলো সম্পন্ন করে যা মানুষ ঘুমানোর সময় করে থাকে।
তথ্যসূত্রঃ Blue Green Foundation