মানুষ ছাড়া অন্যান্য প্রাণিদের রজঃচক্র ঘটে?
এস্ট্রাস চক্র (Estrous cycle)
এস্ট্রাস চক্র ও রজঃচক্র প্রায় একই ব্যাপার। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীতে নির্দিষ্ট সময় পরপর (চক্রাকারে) দৈহিক পরিবর্তন ঘটে (বিভিন্ন হরমোনের পরিমাণের হ্রাস-বৃদ্ধির কারণে)। এই সময়ে তারা যৌন সম্পর্ক স্থাপন করে। গর্ভধারণ করে।
মানুষের রজঃচক্র গড়ে ২৮ দিন পরপর হলেও বিভিন্ন প্রাণীটে এস্ট্রাস চক্র আলাদা।
ইঁদুরে ৪-৫ দিন পরপর এস্ট্রাস চক্র ঘটে।
হাতিতে ১৬ সপ্তাহ পরপর।
কুকুরে ৩৬৫ দিনে এক বা দুই-তিনবার এই চক্র ঘটে। ফলে কুকুর এক বা দুইবার যৌন সম্পর্ক স্থাপন করে।
আবার বিড়ালে ২-৩ সপ্তাহ পরপর চক্র ঘটে।
এস্ট্রাস চক্রে প্রাণীর দেহের হরমোনগুলো (মানুষের মতোই) হ্রাস-বৃদ্ধি ঘটে। ডিম্বানু অপেক্ষা করে শুক্রাণু দ্বারা নিষিক্ত হবার জন্য।
বেশিরভাগ প্রাণির ক্ষেত্রেই এস্ট্রাস চক্রে রজঃচক্রের মতো রক্তপাত হতে দেখা যায় না।
কারণ জরায়ুর এন্ডোমেট্রিয়ামের এপিথেলিয়াম দেহের প্রতিরক্ষা সিস্টেম কর্তৃক পুনঃশোষিত হয়। তবে বিড়াল, ঘোড়া, কুকুর, ছাগল কিংবা ঘোড়ায় মাঝেমাঝে যোনিপথে সামান্য রক্তপাত দেখা যেতে পারে।
লেখক : রাজীব হোসাইন সরকার