প্রজনন মৌসুমে পুরুষ ঘাসফড়িং অতিরিক্ত মিলনের ফলে দেহের সব শক্তি হারিয়ে ফেলে।
তাই অনুচকরিকা জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে নাহ।
আবার মেয়ে ঘাসফড়িং 200 টা ডিম একসাথে পাড়ে। এইকারনে মেয়ে ঘাস ফড়িং মারা যায়।
এই 200 টা জন্ম দিতে যে শুক্রাণু লাগে তা দিতে গিয়ে পুরুষ ঘাসফড়িং মারা যায়।
কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে মেয়ে ঘাসফড়িং মিলনের সময় পুরুষ ঘাসফড়িং এর মাথা চিবিয়ে খেয়ে ফেলে।