আমরা জানি পরমাণু তিনটি মৌলিক কণিকা দিয়ে তৈরি।যথাঃইলেকট্রন,প্রোটন,নিউট্রন ইত্যাদি।হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 বিধায় নিউক্লিয়াসে শুধুমাত্র একটি প্রোটন আছে,কোনো নিউট্রন নেই।ইলেকট্রন ও একটা থাকে।
প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2 টা এবং এটি স্থিতিশীল একটা অবস্থা পরমাণুর জন্য।আবার 0 টাও থাকতে পারে ইলেকট্রন।হাইড্রোজেন তাইই করে।স্থিতিশীল হওয়ার জন্য ধাতুর মত 1 টা ইলেকট্রন ত্যাগ করে দেয়।তখন এটি আয়নে (H+)পরিণত হয়।তখন আয়নটিতে ইলেকট্রন থাকে না শুধু থাকে নিউক্লিয়াস যেখানে শুধুমাত্র একটা প্রোটনের অবস্থান। তাই হাইড্রোজেন আয়নকে প্রোটনও বলা যায়।