ডিস্লেক্সিয়া কেন হয় অর্থাৎ এমন কি কিছু আছে যা এর পেছনে দায়ী? - ডিস্লেক্সিয়া মূলত বংশগতি কারণে হয়ে থাকে তথা পরিবারের কারও মধ্যে যদি পূর্বে ডিস্লেক্সিয়া থাকে তবে সেটি পরবর্তী প্রজন্মেও হতে পারে যা নির্দিষ্ট কিছু জিনের জন্য দায়ী। আরেকটি অন্যতম কারণ হলো, মস্তিষ্কের যে নির্দিষ্ট অংশ শব্দ প্রক্রিয়াজাত তথা প্রসেস করে সেই অংশে ত্রুটি থাকলেও ডিস্লেক্সিয়া হতে পারে। প্রকৃতপক্ষে এটি শ্রবণ বা দর্শন সংক্রান্ত সমস্যা নয় বরং এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা।
আরো বিস্তারিত জানতে পড়ে নিন এখানেঃ ডিসলেক্সিয়া