বিড়ালের পায়ের নিচে খুব নরম কার্পেটের মতো পেশি আছে এবং তার ওজনের তুলনায় শরীরের বিস্তৃতি বেশি। প্রয়োজনে সে শরীর ফুলিয়ে শরীরের আয়তন বাড়িয়ে নিতে পারে। নিচে পড়ার সময় চার পা বাতাসে ছড়িয়ে পরক্ষণে আবার সংকুচিত করে এনে ধাক্কা সামলায়। ফলে মাটিতে পড়লেও ব্যাথা কম পায়।