Fahimuzzaman Fahim -
মূলত, বিড়াল জেনেটিক্যালি সাপ ভয় পেয়ে থাকে। শশা সবুজ এবং কিছুটা সাপের মতো হওয়ার কারণে বিড়াল যখন হঠাৎ তাদের সামনে শশা দেখে তখন খুব ভয় পেয়ে যায়। আর তাদের "আতকানো প্রতিক্রিয়া" বা "Startle Response" এর কারণে হঠাৎ আতকে উঠে এবং অস্বাভাবিক ভাবে লাফায়। এই প্রতিক্রিয়ার কারণে বিড়ালের হার্ট রেট বেড়ে যায় এবং অতিরিক্ত অ্যাড্রেনালিন হরমোন নিঃসরণের কারণে হরমোন লেভেলে তারতম্য সৃষ্টি হয়।
মূলত, বিড়ালদের সাথে এটা করা উচিত না। এরকম প্রতিক্রিয়ার ফলে বিড়ালের ক্ষতিসাধন হয়। এছাড়াও, স্টার্টেল রেসপন্সের কারণে বিড়ালের ইমিউন সিস্টেম ও কমে যায়। তাই, বিড়াল কে আস্তে আস্তে শশার সাথে পরিচয় করানো উচিত এবং শশা, সাপ এর মাঝে পার্থক্য বোঝানো উচিত।