ক্যাপনোসাইটোফাগা ক্যানিমোরসাস:- জীবাণুটি বিড়াল ও কুকুরের লালায় পাওয়া যায়। তা মানুষকে খুব একটা সংক্রমিত করে না, কিন্তু যখন করে, তখন তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। উপসর্গের মাঝে রয়েছে ব্লাড পয়জনিং, শক, রেসপিরেটরি ডিসট্রেস এবং মেনিনজাইটিস। এই জীবাণু থেকে নিরাপদ থাকতে কুকুর-বিড়ালের হালকা আঁচড় বা কামড়ের পর জায়গাটি ভালো করে অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করে নিন