অনেক সময় হাত-পায়ে বা শরীরের যেকোনো অংশে কাঁটা ফুটে থাকে। যেমন অনেক সময় বিভিন্ন ফুল গাছের কাঁটা, সূঁচ ইত্যাদি দেহের ত্বকে ফুটলে অনেক সময় কিছু হয় না। তবে শিং মাছ/ মাগুর মাছের কাঁটা ফুটলে সেই স্থানে সমস্যা হতে পারে। তবুও ফুল/ফল গাছের গাছের কাঁটায় বিভিন্ন জীবানু যেমনঃ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি থাকে এবং এর পাশাপাশি ধুলাবালি, সার ইত্যাদি থাকে যা আপনার ত্বক ভেদ করে ভিতরে যেতে পারে। যার ফলে আপনার ত্বকে Sporotrichosis, Mycetoma, Plant-thorn synovitis নামক রোগের বহিঃপ্রকাশ ঘটতে পারে।
★Sporotrichosis হলে আপনার ত্বকে নিম্নোক্ত উপসর্গ দেখা দিতে পারে।
১. দীর্ঘ ১-২ সপ্তাহ নাগাদ ত্বকে ফুলে উঠবে।
২. ফোলা অংশটুকু প্রথমে গোলাপি থেকে আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করবে এবং সেটি বড় হওয়ার পর খয়েরি/বেগুনী রঙ ধারণ করবে।
৩. উক্ত স্থানটি প্রচন্ড জ্বালাতন ও ব্যাথা অনুভব করবে।
তাই এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরামর্শকৃত ডাক্তার আপনাকে এন্টিফাঙ্গাল ওষুধ যেমনঃ itraconazole জাতীয় ওষুধ দিতে পারে।
★Plant-thorn synovitis- এটি একটি বিরল অবস্থা। এক্ষেত্রে জীবানু আপনার সাইনোভিয়াল মেমব্রেনে সমস্যার সৃষ্টি করবে।
যদিও ব্ল্যাকথর্ন বা খেজুর গাছের কাঁটা ফুটার ফলে সাইনোভাইটিসেত সর্বাধিক রিপোর্ট পাওয়া যায়, তবে অন্যান্য অসংখ্য গাছের কাঁটাও এর কারণ হতে পারে।
মূলত হাতে, কব্জিতে, হাটুর গোড়ায় এইধরনের কাঁটা ফুটলে প্রদাহজনিত সমস্যা দেখা যায়।
বর্তমানে, উদ্ভিদ-কাঁটা সাইনোভাইটিসের (Plant-thorn Sinovitis) একমাত্র নিরাময় হলো সাইনোভেক্টমি নামে পরিচিত শল্যচিকিৎসার মাধ্যমে কাঁটা অপসারণ। এই অস্ত্রোপচারে, জয়েন্টের সংযোগকারী টিস্যু সরানো হয়।
★Mycetoma -এটি হলো ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি রোগ। মাইসেটোমা দেখা দেয় যখন এই নির্দিষ্ট ছত্রাক বা ব্যাকটিরিয়াগুলি বারবার একটি পাঞ্চার, স্ক্র্যাপ বা কাটার মাধ্যমে ত্বকে প্রবেশ করে। এই রোগের ছত্রাক ফর্মকে ইউমাইসেটোমা বলা হয়। এই রোগের ব্যাকটিরিয়া ফর্মকে অ্যাক্টিনোমাইসেটোমা বলা হয়।
চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকগুলি প্রায়শই অ্যাক্টিনোমাইসেটোমার ক্ষেত্রে কার্যকর। যদিও ইউমাইসেটোমার ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদী অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, তবুও কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ওষুধ সম্পূর্ণভাবে রোগ নিরাময় করতে পারে না। তাই সংক্রমণযুক্ত টিস্যু অপসারণের জন্য শল্যচিকিৎসার প্রয়োজন হতে পারে।